সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আন্তরিক নয়

------------ এলডিপি

নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবিলায় বিএনপির প্রস্তাব কোনো আলোচনা ছাড়াই প্রত্যাখ্যান করার মধ্যদিয়ে আওয়ামী লীগ প্রমাণ করল তারা নিজেরাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আন্তরিক নয়। এ মন্তব্য করেছে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির একাংশ। গতকাল সংগঠনের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ মন্তব্য করেন। তারা বলেন, করোনা মোকাবিলায় জাতীয় ঐক্যের কথা বলে মুখে ফেনা তুললেও কার্যত আওয়ামী লীগ একলা চলার নীতিতেই বিশ্বাসী। সব কৃতিত্ব একা লাভ করতে গিয়ে করোনা মোকাবিলায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর সব কাজে সমন্বয়হীনতাই তা প্রমাণ করেছে। ফলে লেজে-গোবরে অবস্থার সৃষ্টি হয়েছে।

এলডিপির নেতারা বলেন, ইতিমধ্যে সরকার জাতীয় ঐক্য দূরে থাক নিজেদের শরিকদের মধ্যেও কোনো ঐক্য তৈরি করতে পেরেছে বলে অবস্থাদৃষ্টে প্রতিয়মান হয় না। ১৪ দলের শরিকদের মধ্যে অনেকেই সর্বদলীয় সংলাপের দাবি জানালেও সরকারের কানে তা প্রবেশ করেছে বলে মনে হয় না।

তারা বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের মহাসংকট মোকাবিলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। ফলে এ সংকটকে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করে দেশের সবার অংশগ্রহণে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা জরুরি।

সর্বশেষ খবর