মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মসজিদে উপস্থিতির বিষয়ে সরকারের আদেশ সঠিক ও যথার্থ

-আল্লামা শফী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জামাত ও জুমার নামাজের সময় মসজিদে উপস্থিতি সীমিত রাখার সরকারি আদেশকে সাধুবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী। একই সঙ্গে সরকারি এ আদেশ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেছেন তিনি। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

শফিপুত্র ও হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী স্বাক্ষরিত বিবৃতিতে আল্লামা শফী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা জামাত ও জুমার নামাজে মসজিদে উপস্থিতি? সীমিত রাখার আদেশ শরিয়তের দৃষ্টিতে সঠিক ও যথার্থ। তাই সরকারের জারি করা নির্দেশনা সবাইকে মেনে চলা উচিত। সরকার এ আদেশ দেওয়ার আগে আলেমদের সঙ্গে পরামর্শ করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এ আদেশ। তবে সতর্কতা ও ব্যবস্থা গ্রহণই আমাদের একমাত্র কাজ নয়। বরং আমাদের কৃত পাপ ও সমূহ অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ঘরে বসে দোয়া, ইস্তেগফার ও নফল ইবাদত করার জন্য অনুরোধ করেছেন তিনি।

সর্বশেষ খবর