বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

গ্যাস, বিদ্যুৎ, পানির বিল মওকুফের দাবি খেলাফতের

নিজস্ব প্রতিবেদক

করোনা প্রাদুর্ভাব চলাকালে গ্যাস, বিদ্যুৎ ও ওয়াসার পানির বিল মওকুফ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক গতকাল এক বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেন, করোনা প্রাদুর্ভাবে জনজীবন মহাসংকট অতিক্রম করছে। বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়িয়েছেন বেশ কিছু বাড়িওয়ালা। তারা তাদের বাড়ি ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন, এ জন্য তাদের মোবারকবাদ।

 এখনো যারা বাড়ি ভাড়া মওকুফ করেননি। তাদের প্রতি আমাদের আহ্বান- এ কঠিন মুহূর্তে বাড়ি ভাড়া মওকুফ করে বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। নেতৃদ্বয় বলেন, যে কোনো মহামারী আল্লাহর পক্ষ থেকে তখনই পতিত হয় যখন মানুষ ব্যাপকহারে আল্লাহর নাফরমানি, অশ্লীলতা বেহায়াপনাসহ ইসলামবিরোধীকর্মকা  করে। আল্লাহর দরবারে তওবা করলেই এ মহামারী থেকে বাঁচার উপায় হতে পারে।

সর্বশেষ খবর