সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় দেশেই ফেস শিল্ড, সেফটি গগলস তৈরি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

করোনার সংক্রমণ মোকাবিলায় অন্যতম গুরুত্বপূর্ণ সুরক্ষা সরঞ্জাম ফেস শিল্ড ও সেফটি গগলস দেশেই তৈরি হচ্ছে। চিকিৎসকদের মতে, মানসম্পন্ন ফেস শিল্ড এবং সেফটি গগলস ছাড়া করোনা আক্রান্তদের সেবা দেওয়া নিরাপদ নয়। অথচ বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে রপ্তানিকারক দেশগুলো এসব সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। এমন সময়ে দেশেই ফেস শিল্ড এবং সেফটি গগলস তৈরি করল ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে দৈনিক এক হাজার গগলস এবং এক হাজার ৫০০ ফেস শিল্ড তৈরি করছে প্রতিষ্ঠানটি। তবে চাহিদা অনুযায়ী এর তিনগুণ উৎপাদন সক্ষমতা রয়েছে। ওয়ালটনের তৈরি ফেস শিল্ড এবং গগলস ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন পেয়েছে। গতকাল চিকিৎসকদের মাঝে এগুলো বিতরণের জন্য স্বাস্থ্য অধিদফতরকে হস্তান্তর করেছে ওয়ালটন।

এ সময় উপস্থিত ছিলেন ডিজিএইচএস-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অধ্যাপক সানিয়া তাহমিনা, প্রোগ্রাম ম্যানেজার (নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) ডা. মো. রিজওয়ানুল করিম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ মারুফুর রহমান, ওয়ালটনের ফেস শিল্ড এবং সেফটি গগলস উৎপাদন প্রকল্পের কো-অর্ডিনেটর প্রকৌশলী আপেল মাহমুদ প্রমুখ।

সর্বশেষ খবর