মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শ্রমিকদের বেতন ১৬ এপ্রিলের মধ্যে না দিলে ব্যবস্থা নেওয়া হবে : মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সব শিল্প কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যেই পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৬ এপ্রিলের মধ্যেই শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। এ নির্দেশ না মানলে বা উক্ত তারিখের মধ্যে বেতন দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া করোনাভাইরাসের কারণে দেশব্যাপী শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রম অধিদফতরের কর্মকর্তা, মালিক ও শ্রমিকদের সমন্বয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর