শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চীন থেকে কিট পিপিইসহ চিকিৎসা সহায়ক সামগ্রী আনছে বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি আনতে আজ বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীন যাচ্ছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গত রাতে জানায়, বিমান বাহিনীর এয়ার কমডোর মো. জাহিদুর রহমান এ যাত্রায় দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সি-১৩০জে বিমানটি চীন যাত্রার উদ্দেশে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা থেকে গতকাল চট্টগ্রাম পেঁৗঁছায়। মিশন সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী চীন সরকারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চীন থেকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, এন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ইলেট্রিক থার্মোমিটার, মেডিকেল সেফটি গ্লাস, প্রটেক্টিভ গ্লাভস, গগলস এবং ব্যক্তিগত সুরক্ষাসহ (পিপিই) চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহ করবে। বিমানটি আগামীকাল দেশে ফিরে আসবে।

সর্বশেষ খবর