শিরোনাম
শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সংক্রমণ এড়ানোর অন্যতম উপায় নিজেকে বিচ্ছিন্ন রাখা : রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, প্রতিটি দেশ করোনাভাইরাসের প্রাদুর্ভাব হতে পরিত্রাণ পেতে অন্য দেশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছে। এমন অবস্থা দেশের মানুষ কখনো দেখেনি। তিনি বলেন, সংক্রমণ এড়ানোর অন্যতম উপায় হলো নিজেকে বিচ্ছিন্ন করে রাখা। সবাই সচেতন হলে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। গতকাল এক বিবৃতিতে একথা বলেন তিনি। রওশন এরশাদ আরও বলেন, দেশবাসীকে বলব সরকারের নির্দেশনা পুরোপুরি মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। এই মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সারা দেশে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। এ ছাড়াও সশস্ত্র বাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় প্রশাসন নিরলসভাবে মানুষকে ঘরে রাখতে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন।

 কর্মীরাও প্রতি মুহূর্তের খবর জানাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

সর্বশেষ খবর