বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

একটি মানুষও অনাহারে থাকবে না এটাই সরকারের চ্যালেঞ্জ

---- মৎস্যসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, করোনা মহামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে একটি মানুষও অর্ধাহারে-অনাহারে থাকবে না। এটাই আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ। শুধু করোনার সময়ই নয়, সরকার আগামী তিন বছর সব মানুষকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে। গতকাল পিরোজপুরে কর্মহীন মানুষের মাঝে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে খাদ্য সামগ্রী বিতরণ করার সময় মন্ত্রী একথা বলেন। পিরোজপুর পৌরসভার দেড় হাজার কর্মহীন নারী-পুরুষের মাঝে চাল, ডাল, আলু, তেল ও চিড়া বিতরণ করেন মন্ত্রী শ ম রেজাউল করিম। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহসম্পাদক আক্তারুজ্জামান ফুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

 সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী , পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

দেশের সব অনাবাদি জমিকে আবাদের আওতায় এনে যে যেখানে রয়েছেন সে অবস্থায় থেকে ফসল, ফল, গবাদিপশু পালন, মাছ উৎপাদনে সবাইকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এ দুর্যোগের সময় সমাজের দানশীল, বিত্তশালী সবাই এগিয়ে আসলে করোনা প্রাদুর্ভাব থেকে আমাদের উত্তরণ সম্ভব।

সর্বশেষ খবর