শিরোনাম
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দুর্দিনে যারা পাশে আছেন জাতি তাদের স্মরণ করবে

--- কাজী ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি বলেছেন, অসংখ্য ডাক্তার জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করছেন। এতে অনেক ডাক্তার করোনাভাইরাসে আক্রান্তও হয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যারা আজকে জনগণের কঠিনতম দিনে পাশে দাঁড়াচ্ছেন, জাতি তাদের চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। গতকাল ঢাকা-৬ আসনের ১১টি ওয়ার্ড কাউন্সিলরের কাছে কর্মহীন ও দুস্থদের জন্য ত্রাণ হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন। কাজী ফিরোজ রশীদ বলেন, আজ মানুষ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদিকে মৃত্যুর ভয় আরেক দিকে ক্ষুধার যন্ত্রণা।

 কীভাবে মানুষকে এই মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যায় তার জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অথচ এমন একটি সময়ে গরিবের ত্রাণ চুরি করছেন কিছু মানুষরূপী অমানুষ। তাদেরকে কঠিনভাবে দমন করতে হবে। তিনি বলেন, সারা পৃথিবীতে যখন দুর্যোগ বা কোনো ধর্মীয় উৎসব হয় তখন সেখানে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য অর্ধেকে নামিয়ে আনেন। অথচ আমাদের দেশে ঠিক তার উল্টো। যখনই কোনো দুর্যোগ, ঝড় বা ধর্মীয় উৎসব শুরু হয় তখনই ইচ্ছে করে এক শ্রেণির রক্তচোষা মুনাফাখোর এই সুযোগ ব্যবহার করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেন। এরা দেশের শত্রু, এরা জাতীয় সন্ত্রাসী। এদেরকে আইনের আওতায় এনে ভয়ানক শাস্তি দিতে হবে। এ সময় ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন ছোটন, ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সেলিম, ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ গৌরব, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ, ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলো, ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল্লাহ মিনু, ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম মিনু, ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মিয়াজী, ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, আশিকুর রহমান লাভলু, মীর সমির, হাজী ফারুক, মো. রনিসহ বিভিন্ন থানার আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর