মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে মারা গেলেন আরও ৩ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

করোনায় আক্রান্ত হয়ে গত রবিবার যুক্তরাষ্ট্রে আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তদের মধ্যে দুজন নিউইয়র্কে এবং একজন ভার্জিনিয়ায় মারা গেছেন। হাসপাতালের উদ্ধৃতি দিয়ে স্বজনরা জানান, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগের সুপারভাইজার আহসান মোহাম্মদ (৪৬) মারা গেছেন ম্যানহাটানের আইনস্টাইন হাসপাতালে। চাঁদপুরের সন্তান আহসান দুই সপ্তাহ আগে ভর্তি হয়েছিলেন ওই হাসপাতালে। তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। একই দিন ভোররাতে লং আইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেছেন শতবর্ষী আবদুন নূর।

সিলেটের সন্তান নূর বেশ কয়েক সপ্তাহ ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর দুই দিন আগে নূর মোহাম্মদের বেয়াইও মারা যান। রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার স্প্রিফিল্ডের বাসিন্দা খাদিজা বেগম (৭১) মারা গেছেন। এ নিয়ে ওয়াশিংটন মেট্রো এলাকায় মারা গেলেন পাঁচ বাংলাদেশি। অপরদিকে গোটা যুক্তরাষ্ট্রে ১৭৮ প্রবাসীর প্রাণ গেছে মহামারী করোনায়।

সর্বশেষ খবর