বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর হতে হবে : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল সংগঠনের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে এই আহ্বান জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল, ডালসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

 

সর্বশেষ খবর