বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নকল মাস্ক নিয়ে আইনি নোটিস

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নকল এন৯৫ মাস্ক ও নিম্নমানের সুরক্ষা সরঞ্জামাদি সরবরাহকারী প্রতিষ্ঠানসহ জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ফৌজদারি ও দুর্নীতি দমন আইনে মামলা করতে সরকারে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াদিয়া জামান ই-মেইলের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতর ডিজি এবং ওষুধ প্রশাসন অধিদফতরের ডিজিকে এ নোটিস পাঠানো হয়েছে। পরে অ্যাডভোকেট ইয়াদিয়া জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিসে বলা হয়েছে, জেএমআই রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের একটি কোম্পানি নকল এন৯৫ মাস্ক ও নিম্নমানের সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছে। দেশের সব গণমাধ্যমে খবরটি প্রচারিত হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানও স্বীকার করেছে মাস্কগুলো নকল। তারা ওই মাস্ক ফেরত নিতে চেয়েছে। তাদের এমন কর্মকান্ডে দেশের চিকিৎসকদের বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে, যা দেশের প্রচলিত ফৌজদারি আইন ও দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান ও জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত ফৌজদারি আইন ও দুদক আইনে মামলা দায়ের করতে বলা হয়েছে। অন্যথায় আদালতে যাওয়া হবে বলে জানানো হয় নোটিসে।

সর্বশেষ খবর