রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী নিশ্চিতের দাবি আল্লামা শফীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনা যুদ্ধের অগ্রসৈনিক চিকিৎসকদের জন্য পর্যাপ্ত এন-৯৫ মাস্কসহ প্রয়োজনীয় সব সুরক্ষাসামগ্রী নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী। গতকাল বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অনুরোধ করেন। বিবৃতিতে আল্লামা শফী বলেন, চিকিৎসা দিতে গিয়ে অনেক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এটা যেমন দেশের জন্য উদ্বেগজনক, তেমন এ দুর্যোগকালে তাদের ত্যাগ প্রশংসনীয়। পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী না থাকলেও অত্যন্ত সাহসিকতার সঙ্গে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের সেবা ও শ্রম ও জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। আল্লামা আহমদ শফী বলেন, অনেক হাসপাতালে যথাযথ সুরক্ষাব্যবস্থা না থাকায় চিকিৎসকরা ঠিকমতো রোগী দেখতে পারছেন না। ফলে অন্য রোগীদের নিয়মিত সেবা ব্যাহত হচ্ছে; যা উদ্বেগজনক। তাই চিকিৎসকদের জন্য পর্যাপ্ত এন-৯৫ মাস্কসহ প্রয়োজনীয় সব সুরক্ষাসামগ্রী নিশ্চিত করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।

সর্বশেষ খবর