রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য অধিদফতরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

-পীরসাহেব চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের কর্মকান্ডে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল এক বিবৃতিতে এই দাবি জানিয়ে পীর চরমোনাই বলেন, স্বাস্থ্য অধিদফতর নিজেদের দুর্নীতি ও লুটপাটের দায় আড়াল করতে এবং তাদের অপরাধের নিশানা ও চিহ্ন মুছে ফেলতে চিকিৎসকদের হুমকি-ধমকি দিচ্ছে, চাপের মধ্যে রাখছে। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, সরবরাহকৃত এন-৯৫ মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলায় মুগদা জেনারেল হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সেই দুর্নীতিরই বহিঃপ্রকাশ। তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের সরবরাহকৃত নকল ও মানহীন মাস্ক, পিপিই, গ্লাভসসহ অন্যান্য সুরক্ষা সামগ্রীর কারণেই চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের হার মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।

শ্রমিক আন্দোলনের ইফতার বিতরণ : ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর দক্ষিণের সদস্যরা উপস্থিত থেকে শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী  কার্যক্রম পরিচালনা করেন। সংগঠনের সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন শ্রমিকদের জন্য যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করতে সমাজের সম্পদশালী বিত্তশালীদের প্রতি অনুরোধ জানাতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর