রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

সরকারি অনুদান না নিতে কওমি শিক্ষকদের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সরকারি অনুদান গ্রহণ থেকে বিরত থাকতে কওমি মাদ্রাসার দায়িত্বশীল শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাক। সরকারি অনুদান বিষয়ে গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে খাসের (বিশেষ বৈঠক) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেফাক সভাপতি আল্লামা আহমদ শফী এই সিদ্ধান্তকে অনুমোদন করেছেন। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুল কুদ্দুস। সভার সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়, সরকারি অনুদান গ্রহণ কওমি মাদ্রাসার দেড়শ বছরের ইতিহাস ঐতিহ্য এবং দারুল উলুম দেওবন্দের নীতি আদর্শের পরিপন্থী।

 তাই এ অনুদান গ্রহণ থেকে বিরত থাকার জন্য কওমি মাদ্রাসার দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানানো হয়।  বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মাওলানা আবদুল হামিদ (পীর মধুপুর), মাওলানা ছফিউল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি নূরুল আমিন, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

 

 

সর্বশেষ খবর