সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা
করোনায় মা-নানীর মৃত্যু

বাবাকে ছেলের প্রশ্ন ‘এরপর কে তুমি না আমি’

যুক্তরাজ্য প্রতিনিধি

ব্রিটেনে করোনাভাইরাসের মহামারী যেন যুদ্ধাবস্থাকেও হার মানিয়েছে। করোনায় মাত্র চার দিনের ব্যবধানে মা ও নানীকে হারিয়ে ভীত হয়ে সাত বছরের ইভানের হৃদয়বিদারক প্রশ্ন পিতা ক্রিস ক্যাডবির কাছে- ‘হু ইজ নেক্সট ডেডি? ইজ ইট গয়িং টু বি ইউ, ওর ইজ ইট গয়িং টু বি মি’ (এরপর কে বাবা, তুমি না আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি?)।

স্কাই নিউজকে এভাবেই বর্ণনা করছিলেন ক্রিস ক্যাডবি। তিনি বলেন, তার স্ত্রী জুলিয়েন মারা যাওয়ার চার দিন আগে মারা যান শাশুড়ি জোয়ান। তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি বর্ণনা করেন ইভানের মা ও নানীর মর্মান্তিক মৃত্যুর বিষয়টি। বলেন, ‘এরপরও মানুষ লকডাউনের নিয়ম ভাঙছে। আমরা কোনো ভুল না করলেও করোনাভাইরাস আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমার শাশুড়ি মারা যান ইস্টার শনিবার। তার বয়স হয়েছিল ৮৪ বছর।’

 

 

সর্বশেষ খবর