মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

আসামে লকডাউনে পড়া ২৬ বাংলাদেশি আটক

কলকাতা প্রতিনিধি

আসামে ভিসার নিয়ম লঙ্ঘনের অভিযোগে পুলিশ ২৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। করোনার আবহে তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

পর্যটক ভিসা নিয়ে তিন মাসে আগে তারা ভারতে আসেন, কিন্তু নভেল করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে গোটা ভারতে লকডাউন জারি হওয়ায় তারা সেখানে আটকে পড়েন। তাদের প্রত্যেকেরই ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। এমন অবস্থায় তারা আসামের জোড়হাট থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিকে যাওয়ার পথে ধরা পড়েন। আটক করা হয়েছে তাদের বহনকারী গাড়িকেও। লকডাউনের মধ্যে আসামে থাকতে থাকতে তারা প্রত্যেকেই মাছের ব্যবসায় যুক্ত হয়ে পড়েন।

আসামের রাজধানী গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকেও বিষয়টি জানানো হয়েছে। সব প্রক্রিয়া শেষে তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সর্বশেষ খবর