শিরোনাম
বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

করোনার ভ্যাকসিন আবিষ্কার নিয়ে শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

প্রতিদিন ডেস্ক

প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হতে চলেছে। এখনো বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। শতাধিক ভ্যাকসিনের পরীক্ষা চলছে। এখনো মেলেনি কার্যকর সমাধান। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থারই আশঙ্কা- করোনার ভ্যাকসিন হয়তো কোনো দিনই বের হবে না! খবর টাইমস অব ইন্ডিয়ার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস বিশেষজ্ঞের মতে, কিছু ভাইরাস এখনো রয়েছে যাদের ভ্যাকসিন নেই। এসব ভাইরাসের ভ্যাকসিন যে কোনো দিন বের হবে তাও আমরা বলতে পারি না। চার যুগে এইডসে কমপক্ষে ৩০ কোটি লোকের প্রাণহানি হলেও এখনো ভ্যাকসিন বের হয়নি। একই ঘটনা ঘটতে পারে করোনাভাইরাসের ক্ষেত্রেও।তবে আশার খবর একটাই, ভ্যাকসিন আবিষ্কার করার আশা এখনো গবেষকরা ছেড়ে দেননি। যেহেতু করোনাভাইরাস ডেঙ্গু বা এইচআইভির মতো বংশবিস্তার করে নিজের গঠন বদল করে না, তাই এ রোগের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তবে খুব শিগগিরই সেটা হওয়ার নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও আমেরিকার সংক্রামক ব্যাধির গবেষণার জন্য প্রসিদ্ধ প্রতিষ্ঠান এনআইএআইডির পরিচালক অ্যান্থনি ফোসির আশা, আগামী ১৮ মাসের মধ্যে করোনার ভ্যাকসিন চলে আসবে বাজারে।

 

সর্বশেষ খবর