বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

মসজিদে সুস্থদের উপস্থিতি উন্মুক্ত করার আহ্বান খেলাফতের

নিজস্ব প্রতিবেদক

মসজিদে সুস্থ মুসল্লিদের উপস্থিতি উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল সংগঠনের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে এই আহ্বান জানান। তারা বলেন, দোকান ও রাস্তা ঘাটে মানুষ অহরহ চলাফেরা করছেন। সরকার শর্ত সাপেক্ষে মার্কেট, শপিং মল এবং ছোটখাটো কলকারখানা ও গার্মেন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে। তাই স্বাস্থ্য বিধি মেনে মসজিদগুলো উন্মুক্ত ঘোষণা দেওয়া সময়ের দাবি। উল্লেখ্য, বর্তমানে সীমিত পরিসরে মসজিদে জামাত অনুষ্ঠিত হচ্ছে। বলা হয়, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীসহ দেশের শীর্ষ উলামায়ে কেরামরা ১৪ শর্ত সাপেক্ষে সব মসজিদে সুস্থ মুসল্লিদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা ও তারাবির জামাতে উপস্থিতি উন্মুক্ত করার আহ্বান জানিয়ে ছিলেন। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। নেতারা সে শর্তগুলো পরিপালন সাপেক্ষে সব মসজিদে দ্রুত সময়ের মধ্যে সুস্থ মুসল্লিদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা ও তারাবির জামাতে অংশগ্রহণ উন্মুক্ত ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সবাইকে সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকা, বেশি বেশি তওবা ও ইসতেগফার এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর