শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

দুস্থদের পাশে টিএমএসএস

নিজস্ব প্রতিবেদক

করোনার কারণে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে  টিএমএসএস। প্রধান কার্যালয় থেকে ঢাকার মিরপুর এলাকায় ৪০০ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।  ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মাহমুদা বেগম (ক্রিক) ও ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন রশিদ (জনি)। এ সময়  জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সিনিয়র সহসভাপতি ও টিএমএসএস উপদেষ্টা মো. ইজার উদ্দিন,  উপ-নির্বাহী পরিচালক-১  মো. আবদুল কাদেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  টিএমএসএস ১৯৮০ সাল থেকে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা দুর্যোগে দেশের বিভিন্ন এলাকায় ১ এপ্রিল থেকে প্রতিদিন ৪০০ হতদরিদ্র সদস্য এবং দুস্থ অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় টিএমএসএস প্রধান কার্যালয়ে গতকাল আরও ৪শ পরিবারের মাঝে  ত্রাণ বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটি মোট ৩৩ হাজার হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করবে বলে জানিয়েছে। এ ছাড়া করোনা মোকাবিলায় দেশব্যাপী প্রায় ৯০০ শাখার মাধ্যমে ১০ লাখ লিফলেট এবং ৫ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। ৯০০টি ওয়াশিং পয়েন্ট স্থাপন করা হয়েছে। জনগণকে সচেতন করার জন্য দেশব্যাপী মাইকিং করা হয়েছে। এ ছাড়া ৫টি  হাসপাতাল এবং ৯০টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

বগুড়ায় স্থাপিত ১ হাজার  শয্যাবিশিষ্ট টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের আওতায় করোনা মোকাবিলার জন্য ৩টি কোয়ারেন্টাইন ও ১টি পূর্ণাঙ্গ আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে এবং ৫টি ভেন্টিলেটর স্থাপন করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর