শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

নীলফামারীর সৈয়দপুরে নকল ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নকল ওষুধ উৎপাদন করার অপরাধে আতিয়ার রহমান নামে এক ব্যক্তির এক বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যার আগে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩ ও ১৪। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। র‌্যাব সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে নকল ইউনানি ওষুধ তৈরির কারখানা মেসার্স রেক্সটন ল্যাবরেটরিজে অভিযান চালানো হয়। এ সময় প্যান্টোনিক্স-২০ ছাড়াও বিভিন্ন ধরনের যৌন উত্তেজক জাতীয় ওষুধ ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

তাৎক্ষনিক ভাবে কারখানা মালিককে এক বছরের কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উদ্ধারকৃত এসব ঔষুধ পুড়িয়ে ফেলা হয় সে সময়।

সর্বশেষ খবর