সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা
ক্র্যাবের উদ্যোগ

করোনা শনাক্তে সাংবাদিকদের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে সংগঠনের সদস্য ও তার পরিবারের সদস্যদের প্রাণঘাতী কভিড-১৯ ভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কার্যক্রম চলে। স্বাস্থ্য অধিদফতরের সার্বিক সহযোগিতায় ডা. মো. শাহিনুল হক রিপনের নেতৃত্বে ব্র্যাকের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল করোনা শনাক্তের নমুনা সংগ্রহ করেন। ক্র্যাব সদস্য ও তার পরিবারের সদস্য ছাড়াও ডিআরইউর বেশ কয়েকজন সদস্যসহ গতকাল মোট ৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর আগে ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী নমুনা সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক সাখাওয়াত কাওসার, অর্থ সম্পাদক আবু হেনা  রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু, কল্যাণ সম্পাদক ইসমইল হুসাইন ইমু, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য রুদ্র মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর