মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

২৩ দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রীকে সিপিবির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের আরও দৃঢ় পদক্ষেপ, চিকিৎসাসেবা আরও প্রসারিত করাসহ ২৩ দফা দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল সচিবালয়ে সিপিবি নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে কভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে প্রস্তাবে বলা হয়েছে, করোনাভাইরাস সারা বিশ্বে আঘাত হেনেছে। প্রতিদিন লাখো মানুষ এই ঘাতক ভাইরাসে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের জনঘনত্ব বিশ্বে সবচেয়ে বেশি বলে কোনোভাবে করোনা-সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে, তা রোধ করা কঠিন হয়ে পড়বে। স্বাস্থ্যব্যবস্থা পরিচালনায় নিয়োজিত কর্তৃপক্ষকে কভিড-১৯ মোকাবিলা ও নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয়ভাবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীদের টিম তৈরি করে চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় করা। প্রতিটি হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ক্লিনার ও নিরাপত্তাকর্মীসহ ঝুঁঁকিপূর্ণ কাজে নিয়োজিত সব কর্মীর জন্য মানসম্পন্ন পিপিই, এন-৯৫ মাস্ক ও অন্যান্য সুরক্ষাসামগ্রী প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করা। এই সময় চিকিৎসকদের বিরুদ্ধে হয়রানিমূলক ‘কারণ দর্শাও’ নোটিস/বদলি আদেশ প্রত্যাহার করা। সর্বসাধারণের জন্য বিনামূল্যে অথবা সুলভে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি প্রাপ্তি নিশ্চিত করা। করোনাভাইরাস পরীক্ষায় মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, জিন প্রকৌশল ইত্যাদি বিষয়ে অভিজ্ঞদের সম্পৃক্ত করার ব্যবস্থা করা। প্রতিটি জেলায় কমপক্ষে একটি ‘করোনা টেস্টিং ল্যাব’ এবং প্রত্যেক উপজেলায় একটি করে স্যাম্পল সংগ্রহকেন্দ্র স্থাপন করা। লকডাউন এখনই শিথিল না করে, বরং কার্যকর লকডাউন নিশ্চিত করার জন্য, উপার্জনের সুযোগ থেকে বঞ্চিত এবং দুস্থ-দরিদ্র পরিবারগুলোকে সেনা-সহায়তায় রেশনকার্ড প্রদান করে নিয়মিত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। করোনা রোগীর চিকিৎসায়  নিয়োজিত চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীদের নিজ গৃহে, কর্মক্ষেত্রে ‘স্বাস্থ্য-সুরক্ষা নিরাপত্তা’র ব্যবস্থা, কর্মক্ষেত্রে ও কোয়ারেন্টাইনে থাকা ও খাবারের সুব্যবস্থা করা এবং কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য পর্যাপ্ত ও পরিবহনের ব্যবস্থা করা।

সর্বশেষ খবর