মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি-রপ্তানি বাধামুক্ত রাখতে বললেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে গতকাল এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছে দুই দেশের নীতি-নির্ধারক ও ব্যবসায়ী প্রতিনিধিরা। ওই কনফারেন্সে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি-রপ্তানি বাধামুক্ত রাখার  আহ্বান জানিয়েছেন। গতকাল বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ  থেকে অ্যাসোসিয়েটেড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া আয়োজিত ‘ভিশন মেঘালয়, ভিশন নর্থইস্ট ইন্ডিয়া বাংলাদেশ পার্টনারশিপ’ শীর্ষক ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং,  মেঘালয় রাজ্যের চিফ মিনিস্টার শ্রী কনরদ কংকাল সাংমা, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরীফা খান এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ ভিডিও কনফারেন্সে অংশ নেন। টিপু মুনশি বলেন, ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়ীক অংশীদার। বিগত ১০ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ৫.১ বিলিয়ন থেকে ৮.৯ বিলিয়নে উন্নীত হয়েছে। বাংলাদেশ ভারত থেকে অনেক জরুরি প্রয়োজনীয় পণ্য আমদানি করে থাকে।

এগুলোর সরবরাহ প্রক্রিয়া বাধামুক্ত থাকা একান্ত প্রয়োজন। বাণিজ্যমন্ত্রী বলেন, কভিড-১৯ এর কারণে যাতে জরুরি পণ্য সরবরাহ চেইনে  কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য ভারতকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বেসরকারি সেক্টরে আমদানি-রপ্তানি বাণিজ্য অব্যাহত রাখতে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে এ সময়ে নর্থইস্ট ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে যাতে  কোনো প্রভাব না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সর্বশেষ খবর