বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

বুড়ো শামসুলের ১৩ বছর বয়সী স্ত্রী নিয়ে পেরুল গ্রামে হৈচৈ

কুমিল্লা প্রতিনিধি

মায়া (প্রকৃত নাম নয়)। ১৩ বছর বয়সী স্কুলছাত্রী। তাকে বিয়ে করেছেন ৬৫ বছর বয়সী রিকশাচালক শামসুল হক। ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলার পেরুলে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রতিবাদের ঝড়। এলাকায় চলছে হৈচৈ।

জানা গেছে, পশ্চিম পেরুল গ্রামের এক ব্যক্তি ঢাকায় চাকরি করেন। তাই তার পরিবারের দেখাশোনা করতেন রিকশাচালক শামসুল হক। ঢাকায় চাকরিরত ব্যক্তির ২য় মেয়ে মায়া ৮ম শ্রেণির শিক্ষার্থী। কাজের কারণে শামসুল হক মাঝে মধ্যে ওই বাড়িতে রাত্রিযাপনও করেন। এ নিয়ে স্থানীয়রা আপত্তি করলে তিনি সাবালিকা হলে মায়ার সঙ্গে নিজের ছেলে মনিরের বিয়ে দেবেন বলে এলাকায় প্রচার করেন। কিন্তু গত রবিবার শামসুল হক সবাইকে হতবাক করে তার চেয়ে ৫২ বছরের ছোট মায়াকে নিয়ে উধাও হয়ে যান। এ নিয়ে স্থানীয়দের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ১১ মে পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান নিজের অফিসে বর-কনেকে তলব করে আনেন। সেখানে শামসুল যেসব কাগজপত্র দেখান তাতে প্রাথমিক সমাপনী পরীক্ষার সনদ ও জন্ম নিবন্ধনে মায়ার জন্মতারিখ ০২/০২/২০০২ইং। ২০০৮ সালে জন্মনিবন্ধনের সময় পরিবারের পক্ষে মেয়ের বয়স বাড়িয়ে নেওয়ার অভিযোগ রয়েছে শামসুল হকের বিরুদ্ধে।

কাবিননামায় দেখা যায়, গত ১০ মে কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মুজিবুর রহমান সরকারের কার্যালয়ে ৫ লাখ টাকা মোহরানায় বই নং ৫৪, পৃষ্ঠা নং ২৮ ও ক্রমিক নং ৪৪০-এ তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। কাবিননামায় শামসুল হকের জন্মতারিখ ০৩/০১/১৯৫৫ইং।

স্থানীয় রাজনীতিক মোস্তাফিজুর রহমান ডালিম বলেন, জন্মসনদে বয়স বাড়িয়ে ও প্রলোভন দেখিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধ ১৩ বছরের কিশোরীকে পালিয়ে বিয়ে করেছেন। এটা শিশু নির্যাতনের অপরাধ।

পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান এ জি এম শফিকুর রহমান বলেন, কনেকে বারবার অনুরোধ করলেও সে পরিবারের কাছে ফিরে যেতে রাজি হয়নি।

লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, আমরা ফেসবুকের মাধ্যমে জেনেছি। বাল্যবিয়ে দন্ডনীয় অপরাধ। স্থানীয়রা আগে জানালে ব্যবস্থা নেওয়া যেত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর