শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

এনামুল হক শামীমের মা বেগম আশ্রাফুন্নেসার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

এনামুল হক শামীমের মা বেগম আশ্রাফুন্নেসার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমের মা বেগম আশ্রাফুন্নেসার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৮ সালের ১৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাশেম মিয়ার স্ত্রী। রত্নগর্ভা আশ্রাফুন্নেসার মেজ ছেলে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক, ছোট ছেলে কার্ডিয়াক সার্জন এ কে এম আশ্রাফুল হক সিয়াম, ছোট মেয়ে শামীম আরা হক কাকলী ব্যাংকার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শরীয়তপুরের চরভাগা ও ডিঙ্গামানিক ইউনিয়নে আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। করোনার কারণে বড় ধরনের জমায়েত না হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে সকালে পারিবারিকভাবে কবর জিয়ারত, কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বড় ছেলে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম নড়িয়া-জাজিরায় ১ হাজার ৪২৫টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্তত ২৫ জন খাদেমের মাঝে এরই মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন। মরহুমার আত্মার মাগফিরাতের জন্য আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষীসহ দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

সর্বশেষ খবর