রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

খুলনায় সেই ডিলারের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার তেরখাদায় খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে অনিয়মের অভিযোগে বারাসাত ইউনিয়নের ডিলার শহিদুল ইসলামের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গত তিন বছর ধরে তেরখাদার বারাসাত ইউনিয়নের অনেক গরিব ও অসহায় মানুষের নামে ফেয়ার প্রাইসের (সুলভ মূল্যের) চাল উত্তোলন করা হলেও কেউ কিছুই জানতেন না। স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে ডিলার শহিদুল ইসলাম ও নূর ইসলামের একটি সিন্ডিকেট গরিবের চাল বিক্রি করে খাচ্ছে- এ ধরনের অভিযোগের তদন্ত করলে সত্যতা মেলে। এ ঘটনায় ১৬ মে বাংলাদেশ প্রতিদিনে ‘খুলনায় খাদ্যবান্ধব কর্মসূচিতে দুর্নীতির পাহাড়’ শিরোনামে সংবাদ প্রকাশের পর চাঞ্চল্য তৈরি হয়। একই দিনে ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল বলেন, খাদ্যবান্ধব কর্মসুচির কার্ডে অস্বচ্ছতা আছে, এমন অভিযোগে উপকারভোগীদের নামে থাকা কার্ড যাচাই-বাছাই করলে বড় ধরনের অনিয়ম পাওয়া যায়। ফলে ওই ডিলারের লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর