রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

বিমান বাহিনীর বিমানে মালদ্বীপ গেলেন ১১ বাংলাদেশি ডাক্তার

নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ মালদ্বীপে কর্মরত ১১ জন বাংলাদেশি ডাক্তারকে জরুরিভিত্তিতে কর্মস্থলে পাঠাতে গতকাল মালদ্বীপ গেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমান। আইএসপিআর জানায়, বিমান বাহিনীর ১৯ সদস্যের এয়ার ক্রুর সমন্বয়ে গঠিত এ মিশনের নেতৃত্বে আছেন এয়ার কমডোর এম এ আওয়াল হোসেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এ মিশন সম্পন্ন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বাংলাদেশ সরকারের পক্ষ হতে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের মাধ্যমে মালদ্বীপে কর্মরত ডাক্তারদের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি শুভেচ্ছা উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়। এসব বাংলাদেশি ডাক্তার করোনা পরিস্থিতির কারণে তাদের কর্মস্থল মালদ্বীপে ফিরতে পারছিলেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর