সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

করোনাকালে দায়িত্ব পালন করা ব্যাংকারদের বিশেষ ভাতা বাতিল

নিজস্ব প্রতিবেদক

সাধারণ ছুটির মধ্যে সীমিত আকারে ব্যাংকিং সেবায় দায়িত্বরত ব্যাংকারদের বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করা হয়েছে। ব্যাংকাররা সশরীরে ১০ দিন অফিস করলে পুরো মাসের মূল বেতনের সমপরিমাণ ভাতা পাচ্ছেন। সেই ঘোষিত ভাতার কার্যকারিতা ২৮ মের পর বাতিল করা হয়েছে। তবে বন্ধের মধ্যে অফিস করার জন্য যাতায়াত ভাতা পাবেন ব্যাংকাররা। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাংকের প্রায় সব ধরনের সেবা চালু হয়ে গেছে। ফলে বেশির ভাগ কর্মর্কতা অফিস করছেন। প্রণোদনা ভাতা চালু থাকলে ব্যাংকের খরচ অনেক বেড়ে যাবে। সরকারি ব্যাংকের অনেক কর্মকর্তা ভাতার কারণে প্রয়োজন ছাড়া অফিস করছেন। এসব কারণেই দুই মাস দেওয়ার পর এ ভাতা সুবিধা বাতিল করা হয়েছে। করোনা সংক্রমণের ফলে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি  ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর