সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

কণ্ঠশিল্পী স্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ অফিসার গ্রেফতার

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

কণ্ঠশিল্পী স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অফিসার সজল রায়কে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে নিউইয়র্ক সিটির কুইন্স ভিলেজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। একইদিন তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে সোপর্দ করা হলে আদালত তাকে জামিন দিয়েছে বলে জানা গেছে। তবে তাকে মামলা শেষ না হওয়া পর্যন্ত বেতনহীন সাসপেনশনে রাখা হয়েছে বলে এনওয়াইপিডি সূত্রে জানা গেছে।

আদালত সূত্র জানিয়েছে, ১ মার্চ পুলিশ কর্মকর্তা সজলের সঙ্গে তার স্ত্রী রোকসানা মির্জার পারিবারিক কলহ হলে সজল তার স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেন। তা নিয়ে তাৎক্ষণিকভাবে সজলের বিরুদ্ধে তার স্ত্রী কোনো অভিযোগ না আনলেও বৃহস্পতিবার ১৪ মে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোররাতে কুইন্সের নিজ বাসা থেকে সজলকে  গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সজল রায়ও একজন কণ্ঠশিল্পী। সজল রায় সাংবাদিকদের জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা স্ত্রীর অভিযোগ সত্য নয়।

সর্বশেষ খবর