শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

ছেলের মৃত্যুর সংবাদ শুনে এক ঘণ্টার মধ্যে মায়ের মৃত্যু

ফেনী প্রতিনিধি

জসিম উদ্দিন হাজারীর মৃত্যুর সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন তার মা দেল আফরোজা বেগম (৮৫)। জসিম হাজারী (৫৮) ছিলেন সংসদ সদস্য নিজাম হাজারীর বড় ভাই। ২৩ মে রাতে বুকে ব্যথা অনুভব করায় জসিমকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ মে সকাল ১০টায় মারা যান তিনি। তার বোনের বাসায় ধানমন্ডিতে ছিলেন মা। সেখানে বেলা ১১টায় মায়ের মৃত্যু হয়। দেল আফরোজা বেগম ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে জসিম উদ্দিন হাজারী স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লাশ ফেনীর মাস্টার পাড়া লমি হাজারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জসিম হাজারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফেনীর রাজনৈতিক ও সামাজিক মহলে।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। নিজাম হাজারীর মা ও ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম। শোক প্রকাশ করেছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, সোনাগাজী উপজেলার চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল প্রমুখ।

সর্বশেষ খবর