শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

শান্তিরক্ষা মিশন সেন্ট্রাল আফ্রিকা যাচ্ছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর ১২৫ সদস্যের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকে যাচ্ছেন। বিমান বাহিনী সেখানে শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো নাইটভিশন প্রযুক্তিসমৃদ্ধ এবং সমরাস্ত্র ব্যবহার উপযোগী ৩টি এম আই-১৭১ হেলিকপ্টারসহ একটি কন্টিনজেন্ট পাঠাচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন নিউইয়র্কের সহযোগিতায় এই প্রথমবারের মতো বাংলাদেশ বিমানের একটি ভাড়াকরা বিমানে বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গেলেন।

 বিমান বাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ সেন্ট্রাল আফ্রিকাগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশ নেন।

সর্বশেষ খবর