শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে গ্রেফতার জঙ্গি আবদুল করিম

কলকাতা প্রতিনিধি

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর অন্যতম সক্রিয় সদস্য আবদুল করিম ওরফে বড় করিমকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। গতকাল সকালে মুর্শিদাবাদ জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। করোনার আবহেই মুর্শিদাবাদে ছদ্মবেশে ছিলেন করিম।

সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালের পর থেকে ভারতের পাশাপাশি বাংলাদেশেও একাধিক অভিযোগ রয়েছে করিমের বিরুদ্ধে। গ্রেফতারের পর দুপুরে তাকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। এসটিএফের ডেপুটি কমিশনার অপরাজিতা রাই জানান, স্থানীয় থানার সহযোগিতায় শুক্রবার ভোরে মুর্শিদাবাদ জেলার সুতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুর্শিদাবাদে জেএমবি ধুলিয়ান মডিউলের প্রধান এই করিম। ভারতে জেএমবি সংগঠনের মাথা সালাউদ্দিন সালাহিনের অন্যতম সহযোগীও আবদুল করিম। ওই কর্মকর্তা আরও জানান, ভারতে তিন ওয়ান্টেড জেএমবি জঙ্গির মধ্যে অন্যতম আবদুল করিম। ২০১৮ সালে করিমের গোপন ঘাঁটিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে বেশ কিছু জেহাদি নথি, বিস্ফোরক বাজেয়াপ্ত করা হলেও করিমকে ধরা সম্ভব হয় নি এবং সেই থেকেই তার সন্ধানে অভিযান চলছিল। অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ এবং ২০১৩ সালে বুদ্ধ গয়ায় সিরিয়াল বোমা বিস্ফোরণের পেছনে যোগ রয়েছে বাংলাদেশভিত্তিক এই জঙ্গি সংগঠনটির।

সর্বশেষ খবর