শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

প্রণোদনা না পেয়ে হাই কোর্টে গার্মেন্ট মালিক

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিকদের বেতনের জন্য সরকারঘোষিত প্রণোদনা না পেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন একটি পোশাক কারখানার মালিক। আবেদনটির ওপর শুনানি শেষে নিয়মিত আদালত খোলার পর পুনরায় উপস্থাপনের পরামর্শ দেয় ভার্চুয়াল হাই কোর্ট। গতকাল বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রিট আবেদনটির শুনানি গ্রহণ করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। পরে ব্যারিস্টার ফখরুল বলেন, হাই কোর্ট আমাদের নিয়মিত আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে। হাই কোর্ট বলেছে, তারা এখন বাংলাদেশ ব্যাংকের বিষয়ে রুল জারি করছে না, কারণ কিছুদিন পর আদালত যখন আবার নিয়মিত চালু হবে তখন এই রুল নিষ্পত্তি করা সম্ভব না-ও হতে পারে। নারায়ণগঞ্জের তারাবোর হিমেল সোয়েটার ফ্যাশন প্রা. লিমিটেডের মালিক সাখাওয়াত হোসেনের পক্ষে ১ জুন রিটটি দায়ের করা হয়। রিটে প্রণোদনা দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

 রিটের বিবাদী করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্টদের।

আইনজীবী বলেন, গত ২ এপ্রিল সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী প্রণোদনা চেয়ে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করেন সাখাওয়াত হোসেন। আবেদনে উল্লেখ করা হয়, আমার শ্রমিকদের মার্চ, এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন দেওয়ার জন্য প্রণোদনা প্রয়োজন। আবেদনটিতে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএর প্রেসিডেন্ট রুবানা হকের সুপারিশও ছিল। যাতে বলা হয়, সাখাওয়াত হোসেন প্রণোদনা পাওয়ার উপযুক্ত। কিন্তু তার ব্যাংক হিসাব ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংক প্রণোদনার আওতায় নেই। তাই তিনি প্রণোদনা পাননি।

সর্বশেষ খবর