রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

১৩১ বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুজ¦র নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিরুনি অভিযানের প্রথম দিনে ১৩১টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ ছাড়া মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় ভবন মালিকদের জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। গতকাল অভিযানের প্রথম দিনে ডিএনসিসির সব ওয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযানের প্রথম দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ১১ হাজার ৯৬৯টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে নগর কর্তৃপক্ষ। এর মধ্যে ১৩১ স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ছাড়া আরও ৮ হাজার ৩৮০টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় ৮টি বাড়ি ও নির্মাণাধীন ভবনের মালিকের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫৯ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়।

সর্বশেষ খবর