বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

দরিদ্রদের চিকিৎসায় অনুদান চায় ঢাকা শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

দেশের দরিদ্র জন্মগত শিশু হৃদরোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসা সরঞ্জাম কিনতে ৯ কোটি ৩৭ লাখ টাকা অনুদান চেয়েছে ঢাকা শিশু হাসপাতাল। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ স্বাক্ষরিক এক চিঠিতে গত বছরের নভেম্বরে এ আবেদন জানানো হয়। তবে এ পর্যন্ত সরকারের কাছ থেকে এ অনুদানের ব্যাপারে কোনো সাড়া পায়নি। ফলে বিঘিœত হচ্ছে শিশুদের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম।

তথ্য মতে, ঢাকা শিশু হাসপাতাল দেশের একমাত্র বৃহত্তর বিশেষায়িত শিশু চিকিৎসা প্রতিষ্ঠান। কিন্তু শিশু হৃদরোগ চিকিৎসার সরঞ্জাম ব্যয়বহুল হওয়ায় হাসপাতালের পক্ষে এসব কেনা সম্ভব হয় না। ফলে দেশের বিপুল সংখ্যক দরিদ্র জন্মগত শিশু হৃদরোগে আক্রান্ত হলেও তাদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

সর্বশেষ খবর