বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

নিয়মিত আদালত খোলার দাবি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর দাবিতে কর্মসূচি পালন করেছে সুপ্রিম কোর্টের বেশ কিছু আইনজীবী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক নম্বর হলে সোমবার সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে একটি সভা করেন তারা। সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। সভায় মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী বলেন, আমরা ভার্চুয়াল কোর্ট পর্যবেক্ষণ করেছি। সাধারণ আইনজীবীরা এর মাধ্যমে কোনো সুফল পাচ্ছেন না। কিছু আইনজীবী নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করছেন। তিনি বলেন, যারা ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করছেন, তাদেরও বাইরে যেতে হচ্ছে ওই মামলার কাজেই। তাই আমরা স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর