শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

স্পেনে মানব পাচার চক্রের পাঁচজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

স্পেনে অবৈধ মানব পাচারকারী চক্রের পাঁচজনকে গতকাল গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেনÑ আবদুল জলিল ওরফে দুলাল ডাক্তার, রুবেল হোসেন, রুবেল আহম্মেদ, কুতুব উদ্দিন এবং পারভেজ আহমেদ। 

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ফারুক হোসেন জানিয়েছেন, পাচারকারীরা লিবিয়া ও ইতালির পাশাপাশি বিভিন্ন দালালের মাধ্যমে স্পেনেও অবৈধভাবে বাংলাদেশিদের পাচার করছিল। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে- স্পেনে পাঠানোর কথা বলে বাংলাদেশ থেকে ভারত, দুবাই, আলজেরিয়া ও মরক্কোর রুট ব্যবহার করে স্পেনে অবৈধভাবে মানব পাচার করত।

পাচারকালে বিভিন্ন দেশে যাত্রীদের জিম্মি করে অত্যাচার এবং মেরে ফেলার ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত।

সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় সিআইডি রাজধানীর পল্টন থানায় ২টি ও বনানী থানায় ১টি মানব পাচার মামলা করে। সারা দেশে দায়ের হওয়া মানব পাচারের ১৫টি মামলা সিআইডি তদন্ত করছে। সিআইডির অভিযানে এ পর্যন্ত ২২ জন অবৈধ মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার হয়েছে।

সর্বশেষ খবর