শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা সম্পর্কে এখনো অনেক কিছুই জানি না

---------- বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

প্রতিদিন ডেস্ক

করোনা সম্পর্কে এখনো অনেক কিছুই জানি না। এ কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদ্রোস আধানম গেব্রেইয়েসাস। উপসর্গ নেই এমন কারও কাছ থেকে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার ঘটনা ‘খুব বিরল’ বলে তোপের মুখে পড়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার তারা ওই বক্তব্য থেকে সরে আসে এবং সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেইয়েসাস বলেছেন, এ নিয়ে গবেষণা এখনো চলছে। এক বক্তব্যে তিনি বলেন, এখনো করোনাভাইরাস নিয়ে অনেক কিছুই তাদের অজানা।

উপসর্গ নেই তাদের কাছ থেকে করোনাভাইরাস কীভাবে অন্যের দেহে প্রবেশ করে তা জানতে গবেষণা চলমান জানালেন তেদ্রোস। নতুন এই ভাইরাস নিয়ে এখনো অনেক কিছু শেখার আছে বললেন ডব্লিউএইচও প্রধান। তিনি বলেন, ‘ফেব্রুয়ারির শুরুতে আমরা বলেছি যে উপসর্গহীন ব্যক্তি কভিড-১৯ ছড়াতে পারে। কিন্তু উপসর্গহীন ব্যক্তির মাধ্যমে সংক্রমণের মাত্রা জানতে আমাদের আরও গবেষণা প্রয়োজন। তবে এতদিন পর্যন্ত যা জানা গেছে, তাতে উপসর্গ আছে এমন ব্যক্তিদের শনাক্তকরণ, তাদের আইসোলেশনে পাঠানো এবং তাদের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিকে ট্রেসিং করে কোয়ারেন্টাইনে পাঠানো সংক্রমণ থামানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় বলে জানান তেদ্রোস। ডব্লিউএইচওর মহাপরিচালক বলেছেন, ‘ঠিক এই কাজগুলো করে অনেক দেশই সংক্রমণ থামাতে এবং নিয়ন্ত্রণে সফল হয়েছে।’

সর্বশেষ খবর