শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

বাজেটে মহামারী পরবর্তী অর্থনৈতিক কাঠামো নির্মাণের নির্দেশনার অভাব রয়েছে

-------------- এম এ আউয়াল

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ইসলামী গণতান্ত্রিক পার্টির  চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, বাজেটে করোনাভাইরাস মহামারী ও তার পরবর্তী অর্থনৈতিক কাঠামো নির্মাণের সঠিক নির্দেশনার অভাব রয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় যে থোক বরাদ্দ দেওয়া হয়েছে তাতে সংকট কাটবে না। এই বরাদ্দ ঠিকমতো বাস্তবায়নের যে দিকনির্দেশনা, তাও স্পষ্ট করা প্রয়োজন। প্রস্তবিত বাজেটকে সাধুবাদ জানিয়ে সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে ৫ হাজার ৫৫৪ কোটি টাকা। এটি মোট বাজেটের ৫ দশমিক ১ শতাংশ। এই বরাদ্দ কাজে লাগানো না গেলে বরাদ্দ কেবল বাড়িয়ে কাজ হবে না। এক্ষেত্রে সঠিক কাঠামোগত নির্দেশনা দরকার। এম এ আউয়াল বলেন, স্বাস্থ্য-শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতের গবেষণার উন্নয়নে ১০০ কোটি টাকার একটি ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ গঠন করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এই বিষয়টিকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করেন এম এ আউয়াল। তিনি বলেন, বাজেটে শর্তসাপেক্ষে কালো টাকা, অপ্রদর্শিত অর্থে কেনা ফ্ল্যাট ও জমি বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর এই প্রস্তাবের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আবাসন সেক্টর যেভাবে অবহেলিত ছিল, তা অনেকটা কমবে।

এতে এই সেক্টরকে উৎসাহিত করা হবে এবং বিদেশে অর্থপাচার বন্ধ হবে।

সর্বশেষ খবর