শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে ভুয়া নেগেটিভ সনদ বিক্রি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদা এলাকা থেকে কভিড-১৯ এর ভুয়া নেগেটিভ সনদ বিক্রিকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সকালে ৯৯, উত্তর মুগদা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৩ এর একটি দল। এ সময় বিপুল পরিমাণ ভুয়া সনদ ও সনদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অতিরিক্ত এসপি ফাইজুল ইসলাম বলেন, চক্রটি মুগদা হাসপাতাল থেকে দেওয়া করোনা রোগীর করোনা পজিটিভ রিপোর্টের কপি সংগ্রহ করে তা স্ক্যান করে সেখানে অন্য নাম বসিয়ে বিক্রি করছে। যাদের নেগেটিভ রিপোর্ট দরকার তাদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া করোনার সনদ তৈরি করে বিক্রি করে আসছিল। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ খবর