মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

নিউইয়র্কে করোনা টেস্ট করালেন চার শতাধিক প্রবাসী

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ‘করোনাভাইরাস টেস্টের  ভ্রাম্যমাণ ক্যাম্প’। বেলা ১২টায় শুরু হয়ে এ ক্যাম্প চলেছে সন্ধ্যা ৬টা নাগাদ। এ সময় শতশত মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। এদিন চার শতাধিক প্রবাসীর টেস্ট করা সম্ভব হয়েছে। মার্কস হোমকেয়ারের সহায়তায় এ টেস্টের আয়োজন করেন কমিউনিটি লিডার কাজী আজম, ফিরোজ আহমেদ, আবদুর রহিম হাওলাদার, মোহাম্মদ হোসেন খান, শানেয়াজ, জয় চৌধুরী, ফারুক হোসেন মজুমদার প্রমুখ। সার্বিক সমন্বয়ে ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী। উল্লেখ্য, কাজী আজম এবং ফিরোজ আহমেদের নেতৃত্বে এর আগের শুক্রবার অর্থাৎ ৫ জুন ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ টেস্ট সেন্টারেও ৩ শতাধিক প্রবাসী অংশ নিয়েছিলেন।

সর্বশেষ খবর