বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

৪৫ ভাগ আমেরিকান বিমানে চড়বেন না

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

করোনাভাইরাসের তা ব একেবারে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ৪৫ ভাগ আমেরিকান বিমানে ভ্রমণ করবেন না। ‘দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্র্যান্সপোর্ট অ্যাসোসিয়েশন’ (আইএটিএ) পরিচালিত এক জরিপে গত ১৬ জুন এ মনোভাব প্রকাশ পেয়েছে। গত এপ্রিলে পরিচালিত জরিপে এ ধরনের মনোভাব পোষণকারি আমেরিকানের হার ছিল ৬০ ভাগ। জরিপ আলোকে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই সংস্থার মুখ্য অর্থনীতিবিদ ব্রায়ান পিয়ার্স বলেন, ‘বিমানে ভ্রমণের ফলে যদি সংক্রমিত হই- এমন শঙ্কা অধিকাংশ যাত্রীর। করোনার প্রকোপ একেবারেই নিয়ন্ত্রণে আসতে হয়তো আরও ৬ মাস লাগতে পারে। সে পর্যন্ত ৪৫ ভাগ আমেরিকান বিমানে চড়তে রাজি নন।’ এয়ারলাইন্সসমূহের টিকিট বিক্রির ওপর পরিচালিত এক গবেষণায় গত সপ্তাহে ব্লুমবার্গ নিউজ দেখতে পেয়েছে যে, গত বছরের তুলনায় টিকিট বুকিং কমেছে ৮২ ভাগ। কয়েক মাস আগে টিকিট বুকিংয়ের মাত্রা জিরো পার্সেন্টে নেমে এসেছে। বর্তমানে টিকিট বুকিংয়ের গতিবিধি অনুযায়ী মাত্র ৪১ ভাগ যাত্রী তিনদিন আগে টিকিট ক্রয় করছেন।

সর্বশেষ খবর