বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসাসামগ্রী আনছে বিমান বাহিনীর বিমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে দক্ষিণ কোরিয়া থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য গতকাল বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু দক্ষিণ কোরিয়া গেছেন। আইএসপিআর জানায়, বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ সাইদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে ও দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণ কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা (পিপিই)সহ অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের জন্য বিমান বাহিনীর পরিবহন বিমান দক্ষিণ কোরিয়া গেছে। বিমানটি আজ দেশে ফিরে আসবে।

সর্বশেষ খবর