শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

পাবনার বিশিষ্ট রাজনীতিক আবদুর রশিদের ইন্তেকাল

পাবনার বিশিষ্ট রাজনীতিক আবদুর রশিদের ইন্তেকাল

বিশিষ্ট বাম রাজনীতিক আবদুর রশিদ (৬২) ঢাকার মুগদা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অসুস্থতাজনিত কারণে কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। এ অবস্থায় তিনি ব্রেনস্টোক করেন এবং গতকাল সকাল সোয়া ১১টার দিকে মারা যান। এদিন বিকালেই তাকে পাবনায় নিয়ে যাওয়া হয়। তিনি পাবনা শহরের হেমায়েতপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আবুদর রশিদ পরিবার-পরিজন ত্যাগ করে কিশোর বয়স থেকেই পাবনায় জাসদ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সামরিক শাসন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব গণআন্দোলনের অন্যতম নেতা ছিলেন। শেষ জীবনে তিনি রাজধানীতে অবস্থতি বেসরকারি উন্নয়ন সংস্থা রিক-এর শীর্ষ কর্মকর্তা ছিলেন এবং চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সেবামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর