শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা মুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনাভাইরাস থেকে জাতিকে রক্ষা এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে গতকাল রাজধানীসহ সারা দেশের মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া খুতবায় ইমামরা মহামারীতে জীবন রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে আল কোরআন ও হাদিসের নির্দেশনা তুলে ধরেন। বর্তমান পরিস্থিতিতে আশপাশের অভাবী ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য খুতবায় আহ্বান জানান। একই সঙ্গে গণজমায়েত এড়িয়ে চলে করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়। মোনাজাতে মহামারী থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ জানিয়েছেন মুসল্লিরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। মোনাজাতে সদ্যপ্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহসহ সবার আত্মার মাগফিরাত কামনা, তাদের শোকার্ত পরিবারসহ দেশবাসীর জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়। জুমার নামাজে বায়তুল মোকাররমসহ প্রায় প্রতিটি মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের নামাজ পড়তে দেখা গেছে। বেশির ভাগ মুসল্লির মুখে ছিল মাস্ক। তবে তাড়াহুড়া করে মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় আগের মতো সামাজিক দূরত্ব লঙ্ঘন করেন অনেক মুসল্লি।

সর্বশেষ খবর