শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে

---স্বাস্থ্য অধিদফতরের ডিজি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস বাংলাদেশে দু-তিন বছর থাকবে-এমন বক্তব্য প্রসঙ্গে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, করোনাভাইরাস বাংলাদেশে দু-তিন বছর থাকবে এমন কথা আমি বলিনি। যা বলেছি, তা বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, বিশ্ব প্রেক্ষাপটে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ তুলে ধরে বলেছি। অথচ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং অনেকে না জেনেই সমালোচনা করছেন। গতকাল সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডা. আবুল কালাম আজাদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা এবং বিশ্বের স্বাস্থ্যবিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, করোনা পরিস্থিতি সারা বিশ্বে এক, দুই বা তিন মাসে শেষ হচ্ছে না। একটি সফল টিকা আবিষ্কার এবং পর্যাপ্ত জনগোষ্ঠীর মধ্যে সফল প্রয়োগ না হওয়া পর্যন্ত দেশগুলোতে করোনার অস্তিত্ব থাকবে। ফলে এটি এক বছরের বেশি এমনকি দুই বা তিন বছর বা আরও বেশি সময় স্থায়ী হতে পারে। যদিও আমরা মনে করি, সংক্রমণের মাত্রা অনেক হ্রাস পাবে। তিনি বলেন, বাংলাদেশ একটি জনবহুল ও অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। অন্যদিকে করোনাভাইরাসও একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস। এ কারণে অসতর্ক চলাফেরা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে না চললে দেশে সংক্রমণের হার মোকাবিলা করা কঠিন। তাই করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর