রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) প্রয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে শুরু হলো প্রথম আন্তর্জাতিক সম্মেলন। গতকাল সকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুই দিনব্যাপী অনলাইনভিত্তিক এ সম্মেলনের উদ্বোধন করেন। অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তিবিদরা স্ব স্ব স্থানে অবস্থান করে এ সম্মেলনে অংশগ্রহণ করছেন। প্রধান অতিথির ভাষণে জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মানবসম্পদ উন্নয়ন, সবার জন্য ইন্টারনেট সংযোগ, পোশাক শিল্পে প্রযুক্তিবান্ধব সেবাসহ আইসিটি খাতের উন্নয়নে কাজ করছে। দেশের সেবাধর্মী খাতগুলোতে চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর ধারাবহিকতায় সরকার এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার ও প্রয়োগের লক্ষ্যে পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বেশ কয়েকটি খাত চিহ্নিত করেছে। আইসিটি বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক একটি জাতীয় কৌশলও প্রণয়ন করেছে। সারা দেশে ২৮টি হাইটেক পার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তিবিষয়ক গবেষণা কার্যক্রমের জন্য চট্টগ্রামে ইউএসটিসির ক্যাম্পাসে বিজনেস সেন্টার নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।

স্বাগত বক্তব্যে বাংলাদেশের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সেবাধর্মী খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ ও ব্যবহারের অপার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে অধিকতর গবেষণা কার্যক্রম গ্রহণ করা দরকার। আন্তর্জাতিক এই সম্মেলনটি বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষণা কার্যক্রমের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, মাল্টা, মালয়েশিয়া, ভারত ও তুরস্কসহ বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা, হাসপাতাল ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রথিতযশা ২০ জন বিজ্ঞানী, গবেষক ও চিকিৎসক তাদের গবেষণা, প্রবন্ধ ও মতামত উপস্থাপন করবেন। বাংলাদেশের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (চট্টগ্রাম) উদ্যোগে এ সম্মেলনের সহযোগী আয়োজক মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, মালয়েশিয়া এবং আমেরিকান ইউনিভার্সিটি অব মাল্টা। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ গবেষক যুক্ত আছেন বলে জানানো হয়েছে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এরই মধ্যে বিশ্বের উন্নত দেশগুলো তাদের স্বাস্থ্যসেবায় প্রয়োগ করছে। বিশেষ করে করোনা মহামারীকালীন এই প্রযুক্তিটি স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের উন্মোচন করেছে। বাংলাদেশ সরকারের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রণয়নে এই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর