বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

আটকে পড়া ২৬৯ প্রবাসী ইতালি ফিরলেন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিমানবন্দর বন্ধ হওয়ার আগে বাংলাদেশে এসে আটকে পড়া ২৬৯ প্রবাসী বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার ফ্লাইটে ইতালি গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। 

১৯ ভারতীয় নাবিক : নিজ দেশে ফিরে গেলেন ১৯ ভারতীয় নাবিক। করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে আটকা পড়েছিলেন তারা। গতকাল নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা কলকাতায়  পৌঁছান। নভোএয়ার জানায়, নাবিকদের বহন করা বিশেষ ফ্লাইটটি দুপুর ২টা ৫৫ মিনিটে কলকাতায় পৌঁছেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন  দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে দেশের এয়ারলাইনসগুলো। করোনাভাইরাস সংক্রমণরোধে গত ১৫ মার্চ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের শিডিউলড ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত ৩১ মে ভারতে লকডাউন চলাকালীন দেশটিতে আটকে পড়া ৩৯ জন বাংলাদেশিকে ঢাকায় নিয়ে আসে নভোএয়ার। নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, তারা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম ৩টি, যশোর ৩টি, সৈয়দপুর ৪টি ও সিলেটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

সর্বশেষ খবর