বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

‘ডিজিটাল বিচার আইন’ পাসের আগে বিশেষজ্ঞদের মতামত নেবে কমিটি

নিজস্ব প্রতিবেদক

দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে বিচার কাজ চালানোর জন্য সম্প্রতি চালু হওয়া ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে ডিজিটাল আদালতের কার্যক্রম চালানোর আইন সংসদে পাস করার আগে বিশেষজ্ঞ কমিটির মতামত নেবে সংসদীয় কমিটি। এজন্য অ্যাটর্নি জেনারেল, আইন কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ কয়েকজন সিনিয়র আইনজীবীকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল মতিন খসরু। কমিটির সদস্য মো. আবদুল মজিদ খান, মো. শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার বৈঠকে অংশ নেন।

বৈঠকে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর